ভারত বিরোধী শক্তি বাংলাদেশকে ঘাঁটি হিসেবে তৈরি করছে : অর্জুন সিং

Bangla Radio 20 views
ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি এমপি অর্জুন সিং বলেছেন, ‘নিশ্চিতভাবে ভারতবর্ষের যারা বিরোধী শক্তি আছে তারা বাংলাদেশকে একটা ঘাঁটি হিসেবে, প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করছে।

ওটা একটা মাধ্যম হয়েছে, পশ্চিমবঙ্গে বা  ভারতে প্রবেশ করার ক্ষেত্রে।’ তিনি আজ (শনিবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের এখতিয়ার বৃদ্ধি প্রসঙ্গে ওই মন্তব্য করেন।  

অর্জুন সিং আজ ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত পরিদর্শন করেন এবং বিএসএফের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে মিলিত হন। এ সময়ে তাঁর সঙ্গে বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক অশোক কীর্তনিয়া ও অন্যরা উপস্থিত ছিলেন।

ভারতের কেন্দ্রীয় সরকার সম্প্রতি বিএসএফকে সীমান্ত থেকে  ৫০ কিলোমিটার পর্যন্ত বিশেষ ক্ষমতা দিয়েছে। আগে যেটি ১৫ কিলোমিটার পর্যন্ত ছিল। সেই প্রসঙ্গে আজ বিজেপি এমপি অর্জুন সিং বলেন, ‘আগে বিএসএফের এখতিয়ার ১৫ কিলোমিটার পর্যন্ত ছিল, এবার তা বেড়ে ৫০ কিলোমিটার পর্যন্ত করা হয়েছে।’ এরপরেই তিনি বাংলাদেশকে ভারত বিরোধী শক্তি ঘাঁটি হিসেবে তৈরি করছে বলে মন্তব্য করেন।  

তিনি বলেন, ‘সব তথ্য মাথায় রেখে একটা সিদ্ধান্ত হয়েছে। লোকসভায় এটা পাশও হয়ে যাবে। কিছু সংশোধন হবে নিশ্চিত ভাবে। আরও কিছু ক্ষমতা দেওয়া হয়েছে বিএসএফকে যাতে জঙ্গি কাজকর্ম দমন করা যায়।’

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস বিএসএফের এখতিয়ার বৃদ্ধির বিরোধিতা এবং একে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী বলে অভিহিত করা প্রসঙ্গে অর্জুন সিং বলেন, ‘তৃণমূল ফেডারেল স্ট্রাকচারের যে গল্পটা বলে তা নিজেদের মত করে ঠিক করে। যেখানে ওদের মানতে হবে সেটা বলে না। যেখানে কেন্দ্রকে মানতে হবে সেটা নিয়ে আলোচনা হয়। আমাদের কাছে সবার আগে হল দেশ।’  

তিনি বলেন, ‘আমাদের দেশে আমাদের বিরোধী শক্তি কেউ যাতে প্রবেশ করতে না পারে বা জঙ্গি কার্যকলাপ না হতে পারে সেজন্য ভারত সরকার যা করছে তার বিরুদ্ধে যারা কেবল ভোটের রাজনীতি করার জন্য বলছে আমরা তাকে গুরুত্বই দিই না। আমাদের কাছে সবচেয়ে বড় হল দেশ।’ 

‘পেট্রাপোল সীমান্তে উন্নয়নমূলক অনেক কাজ হয়েছে, বাংলাদেশের সঙ্গে ব্যবসার বিষয়ে এখানে আরও কী কী উন্নয়ন কাজ করা যায় ভারত  সরকার সেই বিষয়ে সচেষ্ট’ বলেও মন্তব্য করেন বিজেপি এমপি অর্জুন সিং।  

প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নয়া নির্দেশিকা অনুযায়ী, এ বার থেকে পশ্চিমবঙ্গ, অসম এবং পাঞ্জাবে আন্তর্জাতিক সীমান্ত থেকে ভারতীয় ভূখণ্ডে ৫০ কিলোমিটার পর্যন্ত এলাকায় বিএসএফ গ্রেফতার, তল্লাশি এবং বাজেয়াপ্ত করার কাজ করতে পারবে। বিরোধী কংগ্রেস, তৃণমূল, অকালি ও অন্যরা  কেন্দ্রীয় সরকারের ওই ঘোষণার প্রতিবাদ জানিয়েছে।#

Add Comments