ঘাতক রিটেনহাউসের মুক্তি : বিক্ষোভে উত্তাল আমেরিকা

Bangla Radio 19 views
হোয়াইট সুপ্রিমেসিস্ট কাইল রিটেনহাউসকে দুটি হত্যার দায় থেকে আদালতের রায়ের মাধ্যমে মুক্তি দেয়ায় বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে পুরো আমেরিকা। গতকাল (শনিবার) পূর্বাঞ্চলের নিউইয়র্ক শহর থেকে পশ্চিমাঞ্চলের ক্যালিফোর্নিয়া পর্যন্ত বিক্ষুব্ধ হয়ে ওঠে বিক্ষোভকারীদের মিছিল-স্লোগানে।

২০২০ সালের ২৫ আগস্ট উইসকনসিনের কিনোশা শহরে রিটেনহাউস ৩৬ বছর বয়সীদের জোসেফ রোজেনবম এবং ২৬ বছর বয়সে অ্যান্থনি হুবারকে গুলি করে হত্যা করে। এছাড়া, সে সময়  তিন বিক্ষোভকারীকে আহত করে। এ ঘটনায় রিটেনহাউসের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয় এবং গত শুক্রবার সেই মামলার রায় প্রকাশ করা হয়েছে। এতে তাকে নির্দোষ হিসেবে খালাস দেয়া হয়।

আদালতের রায়ে হোয়াইট সুপরিমেসিস্ট কাই রিটেনহাউস ও তার পরিবার উল্লাস প্রকাশ করেছে কিন্তু আমেরিকার সাধারণ জনগণ এমনকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অসন্তুষ্ট।

Add Comments