চলতি বছরের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে আন্তর্জাতিক বিমান বন্দরের বাইরে মার্কিন সন্ত্রাসী হামলায় শাহাদাৎবরণ করেন ইরানের জেনারেল কাসেম সোলাইমানি।
ইরানের ইসলামি বিপ্লবের মহান রূপকার হযরত ইমাম খোমেনি (র) এর ধর্মতত্ত্ব ক্লাসের অন্যতম সেরা ছাত্র ছিলেন জেনারেল কাসেম সুলাইমানি। তার এ শাহাদাতের প্রসঙ্গ টেনে ইরানের সর্বোচ্চ নেতা সাইয়্যেদ আলী খামেনেয়ী এক বক্তৃতায় বলেছিলেন: এ ধরনের ছাত্র ইরানে প্রতিদিন তৈরি হচ্ছে। ইসলামি বিপ্লবের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যুবকদের নৈতিক এবং আত্মিক প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তাদেরকে বিপ্লবের প্রতি অঙ্গিকারাবদ্ধ করে গড়ে তোলা।
উল্লেখ্য ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে আন্তর্জাতিক বিমান বন্দরের বাইরে মার্কিন সন্ত্রাসী হামলায় শাহাদাৎবরণ করেন ইরানের এই কৃতী জেনারেল কাসেম সোলাইমানি।