ইরানে অ্যাটাক ড্রোনের সর্ববৃহৎ মহড়া শুরু

Bangla Radio 40 views
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী আজ (মঙ্গলবার) থেকে অ্যাটাক ড্রোনের বৃহত্তম মহড়া শুরু করেছে। সেমনান প্রদেশে এই মহড়া চলছে। শত শত ড্রোন এতে অংশ নিচ্ছে।

ইরানের সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ অপারেশনস রিয়ার অ্যাডমিরাল সাইয়্যেদ মাহমুদ মুসাভি বলেছেন, চালকবিহীন বিমান বা ড্রোন শক্তির ক্ষেত্রে ইরান অত্যন্ত অগ্রগামী একটি দেশ। 

তিনি আরও বলেন, বিশাল এই মহড়ায় সেনা বাহিনীর বিমান, নৌ ও পদাতিক ইউনিটের পাশাপাশি বিমান প্রতিরক্ষা ইউনিট অংশ নিচ্ছে। 

এই মহড়ায় শত্রুর কল্পিত লক্ষ্যবস্তু শনাক্তের পর বোমা ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তা ধ্বংস করা হচ্ছে। একইসঙ্গে আত্মঘাতী ড্রোনের সাহায্যে শত্রুকে ঘায়েল করার প্রশিক্ষণও চলছে।

তিনি আরও বলেন, এই মহড়ার অংশ হিসেবে দক্ষিণের পানিসীমায় নৌযানের ওপর দিয়ে ড্রোন উড়ানোর পাশাপাশি দূরবর্তী লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানার অনুশীলন চলছে। 

দেশের অন্যান্য এলাকাতেও একই সময়ে ড্রোনের মহড়া চালানো হচ্ছে বলে তিনি জানান।#

 

Add Comments