ইরানের আবাবিল ড্রোন থেকে আলমস ক্ষেপণাস্ত্রের নিখুঁত আঘাত

Bangla Radio 16 views
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সর্ববৃহৎ ড্রোন মহড়া দ্বিতীয় দিনে ‘আবাবিল’ ড্রোন থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করেছে।

ইরানের আবাবিল ড্রোনে আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য নিখুঁত ক্ষেপণাস্ত্র ‘আলমস’ বসানো হয়েছে। ইরানের তরুণ বিজ্ঞানী ও গবেষকরা নিজস্ব প্রযুক্তির সাহায্যে ‘আলমস’ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা ভূমিতে যেকোনো লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম।

ইরানের সেনাবাহিনীর পদাতিক ইউনিটের কমান্ডার কিয়োমার্স হেইদারি ড্রোন মহড়ার অবকাশে আজ বলেছেন,এই মহড়ায় নানা ধরণের ড্রোন ব্যবহার করা হচ্ছে। ২০ কিলোমিটার থেকে এক হাজার কিলোমিটার পাল্লার ড্রোন রয়েছে আমাদের কাছে। এসব ড্রোন রাডার ফাঁকি দিয়ে শত্রুর অবস্থান ধ্বংস করতে পারে।

গতকাল (মঙ্গলবার) থেকে ইরানের সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের অংশগ্রহণে সর্ববৃহৎ ড্রোন মহড়া শুরু হয়েছে। সেমনান প্রদেশের বিশেষ এলাকার পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর বিভিন্ন সীমান্তেও এই মহড়া চলছে।#

Add Comments