৪২ বছরে ইরানে ইসলামী বিপ্লবের তাক লাগানো সাফল্য (ডকুমেন্টারি)

Bangla Radio 55 views
ইরানের ইসলামী বিপ্লব অতিক্রম করল তার গৌরবময় অগ্রযাত্রার ৪২টি বছর। হাজার বছরের মহাবিস্ময় হিসেবে স্বীকৃত এ বিপ্লবের সাফল্যের পালকে যুক্ত হচ্ছে প্রায় প্রতি বছরই একের পর এক অভাবনীয় নানা সাফল্য।

অর্থনৈতিক ক্ষেত্র, শিক্ষা, সামাজিক-উন্নয়ন, কৃষি, শিল্প, পরমাণু শক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং বিশেষভাবে ন্যানো প্রযুক্তি, মহাকাশ গবেষণা ও মৌলিক-কোষ গবেষণাসহ চিকিৎসা ক্ষেত্রে ইরান দর্শনীয় উচ্চ অবস্থানে উন্নীত হয়েছে।

অন্য কথায় ইরানের ইসলামী বিপ্লব দীর্ঘ ৪২ বছর পর মোটেও দুর্বল হয়নি, বরং সামরিক ক্ষেত্রসহ নানা দিকে এ বিপ্লবের কর্মসূচিগুলো দুনিয়াকে তাক লাগানোর মত সাফল্য অর্জন করেছে। এসব সাফল্যই তুলে ধরা হয়েছে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবির এই ডকুমেন্টারিতে। #  

Add Comments