ইসলামি বিপ্লবের ৪২তম বিজয় বার্ষিকীর ব্যতিক্রমী শোভাযাত্রা

Bangla Radio 5 views
ইরানের ইসলামি বিপ্লবের ৪২তম বিজয় বার্ষিকী উপলক্ষে সারাদেশে ব্যতিক্রমী শোভাযাত্রা বের হয়েছে। ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি (ফার্সি ২২ বাহমান) ইমাম খোমেনী (রহ.)’র নেতৃত্বে ইসলামি বিপ্লব চূড়ান্ত বিজয় লাভ করে এবং এর মাধ্যমে দেশটি থেকে কয়েক হাজার বছরের রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা উৎখাত হয়ে যায়। সেই বিপ্লবের বার্ষিকীতে প্রতি বছর এই দিনে ইরানের জনগণ রাস্তায় নেমে দেশের ইসলামি শাসনব্যবস্থার প্রতি সমর্থন জানান।

কিন্তু এ বছর করোনাভাইরাসের কারণে পায়ে হেঁটে শোভাযাত্রার পরিবর্তে জনগণকে মোটরসাইকেল ও গাড়িতে করে প্রতীকি শোভাযাত্রায় অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়। কিন্তু রাজধানী তেহরানসহ সারাদেশের প্রকৃত চিত্র তুলে ধরে আইআরআইবি জানিয়েছে, সাধারণ মানুষ গাড়ি ও মোটরসাইকেল ছাড়াও লাখ লাখ মানুষ প্রতি বছরের মতো পায়ে হেঁটে শোভাযাত্রায় অংশ নেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার এই শোভাযাত্রায় অংশ নেয়ার সুযোগ হাতছাড়া করতে চান না কেউ।

আজ (বুধবার) স্থানীয় সময় সকাল ৯টা থেকে সারাদেশের এক হাজারেরও বেশি শহর এবং অন্তত ১০ হাজার গ্রামের মানুষ শোভাযাত্রায় অংশ নিতে রাস্তায় বেরিয়ে আসেন। ইসলামি প্রজাতন্ত্র ইরানের পতাকা হাতে লক্ষ লক্ষ মানুষ ‘আমেরিকা ধ্বংস হোক’ ‘ইসরাইল নিপাত যাক’ ধ্বনিতে স্লোগান দেন।#

Add Comments