মিয়ানমারে সাধারণ ধর্মঘট শুরু; প্রতিবাদকারীদের হত্যার হুমকি

Bangla Radio 55 views
মিয়ানমারে সামরিক অভ্যুত্থান ও সেনা শাসনের বিরুদ্ধে সাধারণ ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘট পালন করতে কারফিউ উপেক্ষা করে দেশব্যাপী হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন।

সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভে নামলে প্রাণহানী ঘটবে বলে সামরিক জান্তা হুঁশিয়ারি দেয়া সত্ত্বেও এই প্রতিবাদ-বিক্ষোভ হলো।

গতকাল (রোববার) মিয়ানমারের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, বিক্ষোভকারীরা এখন জনগণকে বিশেষ করে আবেগী কিশোর-কিশোরী ও তরুণদের সংঘাতে পথে এগিয়ে যেতে উসকানি দিচ্ছে। রাষ্ট্রপরিচালিত টেলিভিশন চ্যানেলে এই বিবৃতি প্রকাশ করা হয়। এতে জনগণকে দাঙ্গা ও অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে সতর্ক করা হয়েছে।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী দেশটির রাজনৈতিক সরকারকে উচ্ছেদ করে ক্ষমতা দখল করে নেয়। এরপর থেকে সেখানে প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত রয়েছে। তবে, এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর তিনজন নিহত হয়েছে। এর মধ্যে গতকালই মারা গেছে দুই বিক্ষোভকারী।#

Add Comments