সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনিরা

Bangla Radio 51 views
সৌদি আরবের জেদ্দা নগরীতে অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ তেল স্থাপনা আরামকোর ওপর আবারো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সরিয়ি আজ (বৃহস্পতিবার) জানিয়েছেন, হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী আরামকো তেল স্থাপনার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

তিনি জানান, কুদস-২ ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে ওই হামলা চালানো হয় এবং নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে বলে জানান  জেনারেল সারিয়ি।

২০১৫ সালে সৌদি আরব এবং তার কয়েকটি আরব মিত্রদেশ ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে আসছে। জবাবে আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সেনারা সৌদি আরবের আরামকো তেল স্থাপনার ওপর কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

জেনারেল সারিয়ি আরো জানিয়েছেন, ইয়েমেনি সামরিক বাহিনী সৌদি আরবের কিং খালেদ বিমানঘাঁটিতে ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছে। এ হামলাও নিখুঁতভাবে পরিচালিত হয়েছে এবং ড্রোন তার কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে জানান তিনি।# 

Add Comments