করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের সংক্রমণ ঠেকাতে চীনের হেনান প্রদেশের শহর আনিইয়াংয়ে লকডাউন জারি করা হয়েছে।
                            
                            
                                শহরটিতে দুই ব্যক্তি অমিক্রনে আক্রান্ত হওয়ার পর লকডাউন জারি করা হয়। এর ফলে চীনের এই শহরের বাসিন্দারা আবার ঘরবন্দী হয়ে পড়েছেন।
 শহর কর্তৃপক্ষ বলেছে, ৪০০ কিলোমিটার দূরের তিয়ানজিন শহর থেকে আনিইয়াংয়ে করোনার এই সংক্রমণ ছড়িয়েছে। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা শিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার কর্তৃপক্ষ আনিইয়াংকে লকডাউন করার ঘোষণা দেয়।
লকডাউনের ঘোষণা দিয়ে কর্তৃপক্ষ শহরের বাসিন্দাদের ঘর থেকে বের না হওয়া ও সড়কে গাড়ি না চালানোর নির্দেশ দিয়েছে। আজ মঙ্গলবার থেকে সেখানে লকডাউন কার্যকর হয়। শিনহুয়ার প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই শহরে জরুরি নয়, এমন সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গণহারে শহরের বাসিন্দাদের করোনা পরীক্ষা করা হচ্ছে।
অমিক্রনের বিস্তার ঠেকাতে ও ভয়াবহ মহামারি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এসব বিধিনিষেধ জারি করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদন অনুযায়ী আজ মঙ্গলবার শহরটিতে নতুন করে ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁরা স্থানীয়ভাবে করোনায় সংক্রমিত হয়েছেন। শনিবার থেকে সেখানে ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে নতুন শনাক্তরা অমিক্রনে আক্রান্ত কি না, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।#