দেশ ছেড়েছে লাখ লাখ ইউক্রেনীয়, পোল্যান্ড সীমান্তে দীর্ঘ লাইন

Bangla Radio 20 views
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের মুখে দুই লাখের বেশী নাগরিক দেশ ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। রোববার জাতিসঙ্ঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক টুইট বার্তায় এই তথ্য জানানয়।

টুইট বার্তায় বলা হয়, ‘সংখ্যা প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে কিন্তু প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেয়া শরণার্থীদের সংখ্যা বর্তমানে দুই লাখ ছাড়িয়েছে।’

এর আগে বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের সহায়তায় রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে পূর্ণমাত্রায় অভিযান চালানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।#

Add Comments