ভারত মহাসাগরীয় দেশগুলোর যৌথ মহড়া শুরু; অংশ নিচ্ছে ইরানের 'দেনা'

Bangla Radio 19 views
ভারতের গোয়া বন্দরে ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম মেরিটাইম এক্সারসাইজ বা 'ইমেক্স-২০২২' শুরু হয়েছে। এতে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধজাহাজ ‘দেনা’ অংশ নিচ্ছে।

ইরান ও ভারত ছাড়াও বাংলাদেশসহ ভারত মহাসাগরীয় অঞ্চলের আরও কয়েকটি দেশ এই মহড়ায় অংশ নিচ্ছে। ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম (আইওএনএস) এই মহড়ার আয়োজক।

চলমান মহড়ায় ইরানের নৌবহরের নেতৃত্ব দিচ্ছেন ফরহাদ ফাত্তাহি। তিনি বলেছেন, আন্তর্জাতিক পানি সীমায় ইরানের নৌবাহিনীর সক্রিয় উপস্থিতি রয়েছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যৌথ মহড়ায় নিয়মিত অংশ নিচ্ছে ইরান। এ থেকেই সাগরের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ইরানের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টি স্পষ্ট।

ভারত মহাসাগরীয় অঞ্চলের রাষ্ট্রগুলোর মধ্যে সমুদ্রবিষয়ক সহযোগিতা বাড়াতে আইওএনএস কাজ করে। সদস্য দেশগুলোর নৌবাহিনীর সদস্যদের মধ্যে তথ্যের আদান-প্রদানে আইওএনএস কাজ করে থাকে। ২০০৮ সালে আইওএনএস প্রতিষ্ঠিত হয়।#  

Add Comments