অধিকৃত জেনিন শহরে ইসরাইলি বাহিনীর হামলায় ২ ফিলিস্তিনি যুবকের শাহাদাৎবরণ

Bangla Radio 10 views
অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলের জেনিন শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত দুই ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ফিলিস্তিনি সূত্র জানায়, আজ (বৃহস্পতিবার) সকালে সর্বশেষ হামলাটি ঘটে যখন অভিজাত ডুভদেভান কমান্ডো ইউনিটের সদস্যসহ শত শত ইসরাইলি সেনা পশ্চিমতীরে সন্দেহভাজনদের গ্রেপ্তারের প্রচেষ্টার অংশ হিসেবে এক নৃশংস হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জেনিন অধিবাসীদের সঙ্গে যখন ইসরাইলি বাহিনী সংঘর্ষে লিপ্ত হয় তখন সেনারা ফিলিস্তিনিদের দিকে তাজা গুলি ছুড়ে এবং টিয়ারগ্যাস শেল নিক্ষেপ করে। এদিকে,  ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জেনিন ক্যাম্পে ইসরায়েলি সেনাবাহিনীর ব্যাপক হামলায় দুই ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৭ বছর বয়সি সানাদ আবু আতিয়েহ এবং  ২৩ বছর বয়সি ইয়াজিদ আল-সাদি রয়েছেন বলে ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়েফা জানিয়েছে। 

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ইসরাইলি সেনার গুলিতে অন্তত ১৪ ফিলিস্তিনি  আহত হয়েছেন যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর এবং একজনের অবস্থা মাঝারি ধরনের। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় পরে জানিয়েছে যে জেনিন সরকারি হাসপাতালের কাছে টিয়ারগ্যাস শেল নিক্ষেপ করার ফলে হাসপাতালের জরুরি বিভাগ গ্যাসে ভরে যায় এবং সেখানে  ব্যাপক আতঙ্ক ও বিভ্রান্তির সৃষ্টি করে। 

গত আট দিনের ব্যবধানে ফিলিস্তিনিদের পৃথক তিনটি হামলায় ১১ ইসরাইলি বসতি নিহত হওয়ার পর ইসরাইলি সেনাবাহিনীর এ হামলার খবর এলো।  ইহুদিবাদী ইসরাইলের বেনেই ব্র্যাক শহরে মটোরসাইকেল-আরোহী এক বন্দুকধারী ফিলিস্তিনির গুলিতে পাঁচ অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারী নিহত হয়েছে। রাজধানী তেল আবিবের পূর্বে অবস্থিত ওই শহরে পাঁচ ইহুদিবাদীকে খতম করার পর ইসরাইলি পুলিশের গুলিতে নিহত হন বন্দুকধারী ফিলিস্তিনি।#

Add Comments