চীনে করোনার প্রকোপ বৃদ্ধি; স্থগিত হলো এশিয়ান গেমস

Bangla Radio 22 views
আসন্ন এশিয়ান গেমস স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার (৬ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক কর্তৃপক্ষ। এ বছরের সেপ্টেম্বরে চীনের হাংঝুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়ান গেমস।

এটি এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা। কিন্তু চীনে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় এটি স্থগিত ঘোষণা করা হয়েছে। এ মুহূর্তে চীনের সাংহাই সহ বেশ কয়েকটি শহরে করোনার ঢেউ চলছে।

সরকারিভাবে বিধি-নিষেধও আরোপ করা হয়েছে। হাংঝু সাংহাইয়ের বেশ কাছের একটি শহর। সেখানেও করোনার প্রকোপ বেড়েছে। খুব শিগগিরই গেমসের নতুন তারিখ ঘোষণা করা হবে।

গত মাসে এশিয়ান গেমসের আয়োজকরা জানিয়েছিল, ১ কোটি ২০ লাখ মানুষের শহর হাংঝুতে প্রতিযোগিতার ৫৬টি ভেন্যুর নির্মাণ কাজ শেষ হয়েছে।

এই বছরের ফেব্রুয়ারিতে চীনে অনুষ্ঠিত হয়েছিল শীতকালীন অলিম্পিক। কঠোর জৈব সুরক্ষা বলয়ের মাধ্যমে আয়োজিত হয়েছিল সেই প্রতিযোগিতা। এশিয়ান গেমসের এবারের আসরও সেভাবেই আয়োজন করা হবে বলে তখন জানিয়েছিল অলিম্পিক কাউন্সিল অব এশিয়া।#

Add Comments