রাতে ইস্পাহানের মনোমুগ্ধকর সৌন্দর্য

Bangla Radio 23 views
রাতে ইস্পাহানের মনোমুগ্ধকর সৌন্দর্য। বিশ্বের অন্যতম বৃহৎ ঐতিহাসিক শহর হলো ‘ইস্পাহান’।

ফার্সীতে প্রবাদে বলা হয়ে থাকে `ইস্ফাহান নেসফে জাহান’ অর্থাৎ ইস্ফাহান হলো অর্ধবিশ্ব। তারমানে ইস্ফাহান দেখা হলে বিশ্বের প্রায় অর্ধেকই দেখা হয়ে যায়। ইস্ফাহান প্রদেশটি কেন্দ্রীয় ইরানে এক লক্ষ ছয় হাজার বর্গকিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। ইস্ফাহানের চতুর্দিকে আরো নয়টি প্রদেশ রয়েছে। অর্থাৎ নয়টি প্রদেশের মাঝখানে অবস্থিত এই প্রদেশটি।#

Add Comments