তাজিকিস্তানে ড্রোন নির্মাণ কারখানা উদ্বোধন করল ইরান

Bangla Radio 4 views
তাজিকিস্তানে ড্রোন নির্মাণ কারখানা উদ্বোধন করেছে ইরান। এই কারখানায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন 'আবাবিল টু' নির্মাণ করা হবে।

আজ (মঙ্গলবার) তাজিকিস্তানের রাজধানী দুশাম্বে-তে কারখানাটি উদ্বোধন করেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি ও তাজিকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী শির আলী মির্জা। এ সময় দুই দেশের পদস্থ সামরিক ও বেসামিরক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ইরানের তৈরি 'আবাবিল-টু' ড্রোনের ওঠানামার জন্য রানওয়ের প্রয়োজন হয় না। এটি সামরিক যানে স্থাপিত লঞ্চার থেকেই উড়তে পারে।

যুদ্ধক্ষেত্রে ব্যবহারযোগ্য এই ড্রোন ১১ হাজার ফুট উঁচুতে ঘণ্টায় আড়াই কিলোমিটার গতিতে উড়তে পারে। ১০০ কিলোমিটার পাল্লার এই ড্রোনের একটানা দেড় থেকে দুই ঘণ্টা ওড়ার সক্ষমতা রয়েছে।

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মোহাম্মাদ বাকেরি তাজিকিস্তানে ড্রোন নির্মাণ প্রকল্প উদ্বোধন শেষে বলেছেন, ইরানি বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা দক্ষতার সঙ্গে ড্রোন নির্মাণ শিল্পকে অনেক দূর এগিয়ে নিতে সক্ষম হয়েছেন। ইরান বর্তমানে নিজের চাহিদা মেটানোর পাশাপাশি বন্ধু রাষ্ট্রগুলোতে ড্রোন রপ্তানি করার পর্যায়ে পৌঁছেছে। নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠাই ইরানের লক্ষ্য।

তাজিকিস্তানের সঙ্গে ভবিষ্যতে সামরিক সহযোগিতা আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।#

Add Comments