ন্যাটো জোটভুক্ত হতে সুইডেন, ফিনল্যান্ডের আবেদন

Bangla Radio 9 views
সামরিক জোট ন্যাটোয় যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে সুইডেন ও ফিনল্যান্ড। আজ বুধবার এ দু'দেশ আবেদন জানায়।

ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন উত্তর ইউরোপের দেশ ২টি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদনপত্র জমা দিয়েছে।

দেশ ২টির রাষ্ট্রদূতদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণের পর স্টলটেনবার্গ সাংবাদিকদের বলেন, 'ন্যাটোতে সুইডেন ও ফিনল্যান্ডের যোগ দেওয়ার আবেদনকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আপনারা আমাদের ঘনিষ্ঠ অংশীদার।'

এই আবেদনে এখন জোটভুক্ত ৩০ দেশের সমর্থন প্রয়োজন।

সব প্রক্রিয়া স্বাভাবিকভাবে চললে আগামী কয়েক মাসের মধ্যে সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটোর সদস্য হতে পারবে। সাধারণত ন্যাটোর সদস্য পদের প্রক্রিয়া শেষ করতে ৮ থেকে ১২ মাস সময় নেওয়া হয়।#

Add Comments