আর্জেন্টিনায় ইরানের কোনো বিমান বাজেয়াপ্ত হয়নি: মুখপাত্র

Bangla Radio 7 views
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, আর্জেন্টিনায় ইরানের কোনো বিমান বাজেয়াপ্ত হয়নি। আর্জেন্টিনায় ইরানের একটি বিমান বাজেয়াপ্ত হয়েছে বলে যে খবর বেরিয়েছে সে প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি আজ (সোমবার) এ কথা বলেন।

সম্প্রতি আর্জেন্টিনার সরকার সেদেশের বুয়েন্স আয়ার্স বিমান বন্দরে একটি বোয়িং-৭৪৭ বিমান আটক করেছে। আটক বিমানটি ইরানের 'মাহান' বিমান সংস্থার বলে বিভিন্ন গণমাধ্যমে প্রচার চালানো হচ্ছে।  

এ সংক্রান্ত খবরের প্রতিক্রিয়ায় খাতিবজাদে বলেন, আর্জেন্টিনা যে বিমানকে বাজেয়াপ্ত করেছে তার সঙ্গে ইরানের 'মাহান' বিমান সংস্থার কোনো সম্পর্ক নেই। এক বছর আগেই বিমানটির মালিকানা ভেনিজুয়েলার একটি কোম্পানির কাছে হস্তান্তর করা হয়েছে। বিমানটিতে কর্মরত ক্রুরাও অন্যান্য দেশের নাগরিক।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, জনমতের ওপর প্রভাব ফেলতেই নানা মনস্তাত্ত্বিক তৎপরতা চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে এই ধরণের ভিত্তিহীন খবর প্রচার করা হচ্ছে।

ইরানে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সফরের একই সময়ে এই ভিত্তিহীন খবর প্রচার করা হয়।#

Add Comments