যুক্তরাষ্ট্রে আবারো গোলাগুলি; নিহত ২, আহত ৫

Bangla Radio 10 views
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি পার্কে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল রোববার এ গোলাগুলির ঘটনায় কমপক্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

সেখানে স্থানীয় সময় গতকাল বিকেল চারটার দিকে গোলাগুলির ঘটনা ঘটে। লস অ্যাঞ্জেলেসের একটি পার্কে গোলাগুলির ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশের ধারণা, পেক পার্কের দুই পক্ষের বিরোধ থেকেই এ গোলাগুলির ঘটনা ঘটেছে। সিএনএনের খবরে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেস পুলিশের ক্যাপ্টেন কেলি মুনিজ বলেছেন, ‘আমরা আলামত সংগ্রহের জন্য পার্কটি দ্রুত খালি করে দিয়েছি। ঘটনা তদন্ত করছি।’ লস অ্যাঞ্জেলেস ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, গুলিবিদ্ধ অবস্থায় চারজন পুরুষ ও তিনজন নারীকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।#

Add Comments