তেল আবিবে নেতানিয়াহু বিরোধী বিশাল বিক্ষোভ

Bangla Radio 15 views
গতকাল রাতে তেল আবিবে নেতানিয়াহু বিরোধী বিশাল বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। ইহুদিবাদী ইসরাইলের শাসক ও লিকুদ পার্টির নেতার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে সেদেশের সাধারণ জনগণ।

রাশিয়ার আল- ইয়ুম পত্রিকার বরাত দিয়ে ইলনার প্রতিবেদনে বলা হয়েছে, ইহুদিবাদী শাসক নেতানিয়াহুর বিরুদ্ধে সে দেশের পার্লামেন্ট নির্বাচনের প্রাক্কালে তার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

 #নেতানিয়াহুকে বিক্ষোভকারীরা দুর্নীতিবাজ হিসেবে তুলে ধরেছে এবং নির্বাচনী জালিয়াতির বিষয়ে সতর্ক করে দিয়েছে।

এই বিক্ষোভকারীরা ঘোষণা করেছে, দুর্নীতিবাজ রাজনীতিবিদ নেতানিয়াহুকে তারা পুনরায় ক্ষমতায় দেখতে চায় না।

বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে আর্থিক দুর্নীতির দায়ে অভিযুক্ত করে।

অন্যদিকে, #জাতিসংঘ সাধারণ পরিষদ প্রস্তাব পাস করেছে, ইহুদিবাদী ইসরাইলকে অবশ্যই তার পরমাণু অস্ত্র ধ্বংস করে ফেলতে হবে। পাশাপাশি পরমাণু স্থাপনাগুলোকেও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র তদারকির আওতায় আনতে হবে। #

Add Comments