ইরানের আইআরজিসি'র নৌ ইউনিটে যুক্ত হলো ৩৪০ সামরিক যান

Bangla Radio 5 views
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ ইউনিটে যুক্ত হয়েছে ৩৪০টি যুদ্ধযান। আজ (সোমবার) দক্ষিণের উপকূলীয় শহর বন্দরআব্বাসে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এসব যুদ্ধযানের সংযুক্তি ঘোষণা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি, আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি ও আইআরজিসি'র নৌ ইউনিটের কমান্ডার আলী রেজা তাংসিরিসহ আরও কয়েক জন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা।

এসব সামরিক নৌযানের কোনো কোনোটি রকেট ও ক্ষেপণাস্ত্র বহন এবং নিক্ষেপ করতে সক্ষম। কোনো কোনো নৌযানে বসানো রয়েছে উন্নতমানের কামান। সাগরে ডুবুরিদের অভিযানেও এসব সামরিক নৌযান লজিস্টিক সাপোর্ট দিতে পারে।

হালকা মডেলের গতিসম্পন্ন এসব যান আইআরজিসি ও প্রতিরক্ষা মন্ত্রণালয় যৌথভাবে তৈরি করেছে।

ইরানে ইসলামী বিপ্লব দিবসকে সামনে রেখে নানা ধরণের কর্মসূচি পালন করা হচ্ছে। একইসঙ্গে নানা ক্ষেত্রে সাফল্য তুলে ধরা হচ্ছে।#

Add Comments