ইরান-রাশিয়া যৌথ নৌমহড়া শুরু

Bangla Radio 37 views
ইরান ও রাশিয়ার মধ্যে যৌথ নৌমহড়া আজ থেকে শুরু হয়েছে। দুই দেশের নৌযানগুলো সুনির্দিষ্ট লক্ষ্যে গোলা ছুড়ে মহড়ার সূচনা করেছে।

ইরানের বার্তাসংস্থাগুলো জানিয়েছে, ইরান ও রাশিয়ার নৌযানগুলো মহড়ার অংশ হিসেবে ভারত মহাসাগরের উত্তর অংশের দিকে যাত্রা করেছে।

এ সময় ইরানের তৈরি 'জামারান' ডেস্ট্রয়ার বিভিন্ন ধরণের অস্ত্র ব্যবহার করে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এরপর শত্রুর হুমকি বিবেচনায় প্রয়োজনীয় অনুশীলন সম্পন্ন করা হয়েছে। ইরানের হেলিকপ্টারগুলোর সাহায্যে মহড়ার সব পর্বই নিখুঁতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

মহড়ায় রাশিয়ার একটি ডেস্ট্রয়ার, একটি রসদবাহী যুদ্ধজাহাজ এবং হেলিকপ্টার অংশ নিয়েছে। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র গোলাম রেজা তাহানি জানিয়েছেন, ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে ১৭ হাজার বর্গকিলোমিটার এলাকায় এই মহড়া পরিচালিত হচ্ছে। তিনি বলেন শান্তি এবং বন্ধুত্বের বার্তা নিয়ে ইরান ও রাশিয়া নৌ মহড়া শুরু করতে যাচ্ছে।

মহড়ার উদ্দেশ্য সম্পর্কে ইরানের সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক উপ-প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি আগেই জানিয়েছেন, সাগরে নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এই মহড়া অনুষ্ঠিত হবে।#

Add Comments