রমজান ও লকডাউনের সময় বিভিন্ন সংগঠনের খাদ্যসামগ্রী বিতরণ

Bangla Radio 2 views
পবিত্র রমজান মাস ও লকডাউনে গরীব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে বাংলাদেশের বিভিন্ন সংগঠন ও ব্যক্তি। কোন কোন সংগঠন আবার পবিত্র রমজান উপলক্ষে অসহায় ও দরিদ্রদের মধ্যে নগদ অর্থও বিতরণ করছে।

বাংলাদেশে লকডাউনের মধ্যে দরিদ্র জনগোষ্ঠী বা নিম্ন আয়ের দেড় কোটির বেশি মানুষকে খাদ্য সহায়তা দেয়া প্রয়োজন বলে ত্রাণ মন্ত্রণালয়ের হিসাবেই বলা হচ্ছে। ঢাকার বিভিন্ন এলাকায় বেসরকারি উদ্যোগে ত্রাণ দেয়া হচ্ছে। এসব সাহায্য নেয়ার জন্য বহু মানুষের ভিড় থেকে প্রমান করছে মানুষের অসহায়ত্ব ।

ইসলাম ধর্মের যেসব স্তম্ভ আছে, তার মধ্যে অনিন্দ্য সুন্দর হচ্ছে জাকাত। বছর শেষে স্থাবর সম্পদ ছাড়া যা কিছু উদ্বৃত্ত, তার একটা অংশ দরিদ্রদের দান করে দিতে হবে। পবিত্র কোরআন হাদিসে বলা আছে, সোনা-রুপার মূল্যের ওপর জাকাত দিতে হবে। ধর্মপ্রাণ মুসলমানরা এ কাজ সাধারণত রমজান মাসে বেশি করে থাকেন।#

Add Comments