আরো তিন ফিলিস্তিনিকে নির্মমভাবে শহীদ করলো দখলদার ইসরায়েলি বাহিনী

Bangla Radio 35 views
দখলদার ইসরায়েলি বাহিনী তাদের দখল করে রাখা পশ্চিম তীরের জেনিন শহরে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর তিন সদস্যকে নির্মমভাবে গুলি চালিয়ে শহীদ করেছে।

বৃহস্পতিবার (১০ জুন) সকালে এ ঘটনা ঘটে। ঘটনায় তাৎক্ষণিকভাবে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনী।

শহীদ হলেন লেফটেনেন্ট আদাম ইলোয়ি (২৩) এবং ক্যাপ্টেন তাইসির ইসা (৩৩)। তারা দুজনেই ফিলিস্তিনের সামরিক গোয়েন্দা সংস্থার সদস্য। অন্যজন হলেন গামিল মাহমুদ আল-আমুরি। তিনি এর আগে ইসরায়েলের হাতে বন্দি হয়ে কারাভোগও করেছিলেন।

আহত হওয়া ফিলিস্তিনিও নিরাপত্তা বাহিনীর সদস্য। তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এক বিবৃতিতে ফিলিস্তিনি প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদেইনিয়েহ বলেন, ইসরায়েলের সাম্প্রতিক হামলাগুলো বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করতে পারে। ফিলিস্তিনি নাগরিকদের ওপর চলমান এই সহিংসতা এবং হত্যা উত্তেজনা বাড়াবে। এসবের জন্য দায়ী ইসরায়েল সরকার।

এ সময় ফিলিস্তিনি জনগণকে রক্ষা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতি আবেদন করেন যেন আগ্রাসন বন্ধে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করা হয়। অন্যথায়, অনিয়ন্ত্রিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে।#

Add Comments