পঙ্গুত্বকে হার মানিয়েছে ইরানের নারী ভলিবল খেলোয়াড়

Bangla Radio 11 views
ইরানের নারী ভলিবল খেলোয়াড় পঙ্গুত্বকেও হার মানিয়েছে।

তিনি জন্মগতভাবে পঙ্গু হলেও বসে বসে ভলিবল খেলে সকলকে অবাক করে দিয়েছেন। তিনি হলেন ইরানের ইস্পাহান শহরের বাসিন্দা। যার নাম জয়নাব মালিকি। পঙ্গুত্ব তার প্রবল ইচ্ছা শক্তির কাছে অবশেষে হার মেনেছে। #

Add Comments