ইরানে অনুষ্ঠিত ইমাম জাওয়াদ (আ.)'র শাহাদাতবার্ষিকী

Bangla Radio 37 views
ইরানের পবিত্র কোম নগরীতে অনুষ্ঠিত হজরত ইমাম জাওয়াদ (আ.)'র শাহাদাতকার্ষিকী।

জিলক্বদ মাসের শেষ দিন ইসলামের ইতিহাসের সবচেয়ে কম বয়স্ক মজলুম ইমাম হযরত জাওয়াদ (আ)'র শাহাদত বার্ষিকী। ২৩০ হিজরির এই দিনে তিনি শাহাদত বরণ করেছিলেন। বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)'র পবিত্র আহলে বাইতের সদস্য ইমাম মুহাম্মাদ বিন আলী আল জাওয়াদ-এ'র জন্ম হয়েছিল ১৯৫ হিজরিতে মদীনায়।#

Add Comments