ইরানের ফুমানের কৃষকদের মধ্যে চলছে ধান কাটার ধুম

Bangla Radio 27 views
মৌসুমি ফসল ধান কাটা নিয়ে ব্যস্ত এখন ইরানের ফুমান এলাকার কৃষকরা।

ইরানের ফুমান এলাকা ধান চাষের জন্য খুবই উপযোগি। এখানকার চাল পুরো ইরানে বিক্রি হয়। মাঠের সোনালি ধান এখন ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন ফুমান এলাকার কৃষকেরা। মাঠজুড়ে সোনালি ধানের ম–ম গন্ধে মনের আনন্দে কাজ করছেন তাঁরা। কথা বলার মতো যেন ফুরসত নেই তাঁদের।#

Add Comments