খুজেস্তানে রাইসির প্রথম প্রাদেশিক ঝটিকা সফর

Bangla Radio 20 views
আজ (শুক্রবার ২৭ আগস্ট) পূর্ব ঘোষণা ছাড়াই ইরানের খুজেস্তান প্রদেশে ঝটিকা সফর করেন। যদিও এটা রাইসির প্রথম প্রাদেশিক সফর।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি বলেন, আমরা খুজেস্তানের বিপ্লবী মানুষের সাথে আছি এবং খুজেস্তানের সমস্যা সমাধানে সর্বশক্তি দিয়ে কাজ করে যাব। খুজেস্তানে সফরের প্রথমেই প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আহওয়াজ পৌর স্যুয়ারেজ প্রকল্প পরিদর্শন করেন। এরপর তিনি আহওয়াজ রাজি হাসপাতালের করোনা রোগীদের ওয়ার্ড পরিদর্শন করেন।#

Add Comments