সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে : রাজনাথ সিং

Bangla Radio 3 views
ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন।

তিনি আজ (বৃহস্পতিবার) সংসদের নিম্নকক্ষ লোকসভাকে ওই বিষয়ে অবহিত করে বিবৃতি দিয়েছেন। 

গতকাল (বুধবার) তামিলনাড়ুর কুন্নুরে সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায়   দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ (‘সিডিএস’) বিপিন রাওয়াত এবং তার স্ত্রী মধুলিকা রাওয়াত ও ১১ জন সামরিক জওয়ান প্রাণ হারিয়েছেন।   

সংসদে আজ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, ওই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘বিমান বাহিনী ওই হেলিকপ্টার  দুর্ঘটনার ট্রাই সার্ভিস তদন্তের নির্দেশ দিয়েছে। তদন্তের নেতৃত্ব দেবেন এয়ার মার্শাল মানবেন্দ্র সিং। মানবেন্দ্র সিং বিমান বাহিনীর ট্রেইনি কমান্ডের কমান্ডার এবং নিজেও একজন হেলিকপ্টার পাইলট। চিফ অফ ডিফেন্স স্টাফ এবং অন্য সকলকে পূর্ণ সামরিক সম্মানের সাথে শেষ বিদায় জানানো হবে। হাউসের পক্ষ থেকে, আমি সিডিএস বিপিন রাওয়াত এবং অন্য সকলকে শ্রদ্ধা জানাচ্ছি।’ 

প্রসঙ্গত দুর্ঘটনাগ্রস্ত ওই হেলিকপ্টারে মোট ১৪ জন ছিলেন, যার মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া একমাত্র গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং-এর অবস্থা গুরুতর এবং তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

ভয়াবহ ওই দুর্ঘটনায় চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল রাওয়াত, তার স্ত্রী মধুলিকা রাওয়াত এবং আরও ১১ জন সেনা মারা যান। এরমধ্যে বিমানবাহিনীর হেলিকপ্টারের ক্রু থেকে চারজন বিমানকর্মী রয়েছে।    

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতরা হলেন-  

১) সেনাবাহিনীর  ব্রিগেডিয়ার লখবিন্দর সিং লিড্ডার। হরিয়ানার পঞ্চকুলা জেলার বাসিন্দা লিড্ডার ‘সিডিএস’ জেনারেল রাওয়াতের প্রতিরক্ষা উপদেষ্টা ছিলেন।    

২) লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং, রাজস্থানের আজমীর জেলার বাসিন্দা। তিনি জেনারেল রাওয়াতের স্টাফ অফিসার ছিলেন।    

৩) ল্যান্স নায়েক বিবেক কুমার, ১ প্যারা (স্পেশাল ফোর্স), জেনারেল রাওয়াতের ‘পিএসও’ছিলেন। তিনি হিমাচল প্রদেশের কাংড়া জেলার বাসিন্দা ছিলেন। 

৪) নায়েক গুরুসেবক সিং, ৯ প্যারা (স্পেশাল ফোর্স)। তিনি পাঞ্জাবের তরন তারন জেলার বাসিন্দা ছিলেন।  

৫) ল্যান্স নায়েক বিসাই তেজা, ১১ প্যারা (স্পেশাল ফোর্স)। তিনি  অন্ধ্র প্রদেশের চিত্তুর জেলার বাসিন্দা ছিলেন। 

৬) নায়েক জিতেন্দ্র কুমার, ৩ প্যারা (স্পেশাল ফোর্স)। মধ্যপ্রদেশের সিহোর জেলার বাসিন্দা ছিলেন। 

৭) হাবিলদার সাতপাল রাই। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার বাসিন্দা। তিনি ছিলেন জেনারেল রাওয়াতের ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা ‘পিএসও’।  

৮) উইং কমান্ডার পিএস চৌহান। উইং কমান্ডার পিএস চৌহান বিধ্বস্ত হওয়া এমআই-১৭ হেলিকপ্টারটির পাইলট ছিলেন। চৌহান সুলুরে ১০৯  হেলিকপ্টার ইউনিটের কমান্ডিং অফিসার ছিলেন। তিনি মূলত রাজস্থানের হলেও বর্তমানে উত্তর প্রদেশের বাসিন্দা ছিলেন। তার পরিবারের লোকজন আগ্রায় থাকেন। 

৯) স্কোয়াড্রন লিডার কুলদীপ সিং, বিধ্বস্ত হেলিকপ্টারের কো-পাইলট  ছিলেন। তিনি রাজস্থানের ঝুনঝুনু জেলার বাসিন্দা ছিলেন। 

১০) ‘জেডব্লিউও’রানা প্রতাপ দাস। তিনি ওড়িশার তালচর জেলার বাসিন্দা ছিলেন।

১১) ‘জেডব্লিউও’প্রদীপ। তিনি কেরালার ত্রিচি জেলার বাসিন্দা ছিলেন।

গতকাল (বুধবার) ভারতের তামিলনাড়ুর কুন্নুরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত ও অন্যান্য সেনা কর্মকর্তাসহ ১৩ জন নিহত হন।#

Add Comments