সংযুক্ত আরব আমিরাত সফরে ইসরাইলি প্রধানমন্ত্রী

Bangla Radio 10 views
ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। গতকাল (রোববার) সন্ধ্যায় তিনি সংযুক্ত আরব আমিরাতে পৌঁছান এবং দেশটির যুবরাজ ও দুবাইয়ের শাসক জায়েদ আল নাহিয়ান তাকে স্বাগত জানান।

পরে ইসরাইলের প্রধানমন্ত্রী যুবরাজ জায়েদ আল-নাহিয়ানের ব্যক্তিগত প্রাসাদে তার সঙ্গে বৈঠক করেন।

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের এক বছর পর ইসরাইলের প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাত সফর করলেন।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে পাঁচ জাতিগোষ্ঠীর যখন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনর্বহাল এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইস্যুতে গুরুত্বপূর্ণ সংলাপ অনুষ্ঠিত হচ্ছে তখন ইসরাইলের প্রধানমন্ত্রী আবুধাবি সফর করছেন। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইসরাইল এবং কয়েকটি আরব দেশ একই ধরনের উদ্বেগ প্রকাশ করে আসছে।

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের পর গত ১৪ জুলাই আরব আমিরাত তেল আবিবে নিজেদের দূতাবাস খুলেছে।

এদিকে, ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সংযুক্ত আরব আমিরাত সফরের প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন। এই সফরকে ফিলিস্তিনি জাতির প্রতি আমিরাতের বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছে সংগঠনটি।#

Add Comments