১৯৭৯ সালের ১২ই বাহমান বা ১লা ফেব্রুয়ারি ইরানের ইসলামী বিপ্লবের নেতা মরহুম ইমাম খোমেনি (রহ.) ১৫ বছরের নির্বাসিত জীবন শেষে তেহরানে ফিরে আসেন।
                            
                            
                                তাঁর দেশে ফেরার ১০ দিনের মাথায় অর্থাৎ ১১ই ফেব্রুয়ারি ইসলামী বিপ্লবের চূড়ান্ত বিজয় ঘটে। প্রতি বছর ১২ই বাহমান থেকে ২২শে বাহমান এই ১০ দিন ইরানে নানা কর্মসূচি পালন করা হয়। #