রুশ হামলায় ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন

Bangla Radio 10 views
যুদ্ধের নবম দিনেও ইউক্রেনে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এদিন রুশ বাহিনীর গোলাবর্ষণে ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগেছে। এটি ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

খবরে বলা হয়, এর আগে, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে হামলার আশংকার কথা জানিয়েছিলেন এনারগোদারের মেয়র দিমিত্রো। তিনি একটি অনলাইন পোস্টে বলেছেন স্থানীয় বাহিনী এবং রাশিয়ান সেনাদের মধ্যে তীব্র লড়াই হয়েছে। সংঘর্ষে হতাহতের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন দিমিত্রো অরলভ।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানায়, রাশিয়ান সৈন্যরা ট্যাঙ্ক নিয়ে এনারগোদারে প্রবেশ করেছে এবং দক্ষিণ-পূর্ব ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রটি দখলের জোর চেষ্টা চালাচ্ছে।#

Add Comments