মস্কোর বাণিজ্যকেন্দ্রে আগুন, দুইজন আহত

Bangla Radio 12 views
শত্রুতামূলক আগুন লাগানোর বিষয়টি উড়িয়ে দিচ্ছে না রুশ সরকার

রাশিয়ার রাজধানী মস্কোর বাণিজ্যকেন্দ্র গ্র্যান্ড সেতুন প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত দুই ব্যক্তি আহত হয়েছেন। আজ (শুক্রবার) সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, কেন্দ্রের ভেতরে ১৫ থেকে ২০ জন মানুষ আটকা পড়ে থাকতে পারে। এরইমধ্যে সেখান থেকে ১২৫ জনকে জরুরী বিভাগের লোকজন উদ্ধার করেছে।

মিনিস্ট্রি অব ইমারজেন্সি সিচুয়েশন জানিয়েছে, অগ্নিকাণ্ডে আহত দুই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত ভিডিও থেকে দেখা যায়, মস্কোর এই বাণিজ্যকেন্দ্র থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। রাশিয়ার বাযা টেলিগ্রাম চ্যানেল জানিয়েছে, ভবনের পাঁচতলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন শুরুর পর যে সমস্ত ব্যক্তি ভবন থেকে বের হতে পারেন নি তাদেরকে ষষ্ঠ ও সপ্তম তলায় এবং ছাদে সরিয়ে নেয়া হয়।

ভয়াবহ এই এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনার জন্য হেলিকপ্টার থেকে পানি ছিটানো হয় এবং কয়েকশ ফায়ারফাইটের নিযুক্ত করা হয়।

বাণিজ্যকেন্দ্রের কর্তৃপক্ষ ধারণা করছে যে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সকাল দশটার দিকে অগ্নিকাণ্ড শুরু হয়। তবে ইচ্ছাকৃত অগ্নিসংযোগের সম্ভাবনার কথাও উড়িয়ে দিচ্ছে না সরকার। ইউক্রেনের সঙ্গে যখন রাশিয়ার সামরিক সংঘাত চলছে তখন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।#  

Add Comments