লাখো ফিলিস্তিনি মুসল্লির আল-আকসা মসজিদে নামায আদায়

Bangla Radio 13 views
সারা বিশ্বের মুক্তিকামী মানুষ যখন আরো একটি আন্তর্জাতিক কুদস দিবস পালনের প্রস্তুতি চূড়ান্ত করেছেন তখন ফিলিস্তিনের লাখ লাখ মুসল্লি ইহুদিবাদী ইসরাইলের নানামুখী বাধা উপেক্ষা করে গতরাতে পবিত্র আল-আকসা মসজিদে নামায আদায় করেছেন। বিষয়টিকে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনি জাতির জন্য বিরাট ঐক্য ও সংহতি হিসেবে দেখা হচ্ছে।

ফিলিস্তিনের বিভিন্ন সূত্র জানিয়েছে, অধিকৃত বায়তুল মুকাদ্দাস শহরের আল-আকসা মসজিদে অন্তত আড়াই লাখ মুসল্লি গতরাতে নামায আদায় করেন। ইসরাইল আগেই এ ধরনের জমায়েত না করতে হুঁশিয়ারি দিয়েছিল কিন্তু তা উপেক্ষা করেই ফিলিস্তিনিরা তাদের প্রাণের মসজিদ আল-আকসায় সমবেত হন।

আন্তর্জাতিক কুদস দিবসের ঠিক আগ মুহূর্তে ফিলিস্তিনিদের এই বিশাল জমায়েত অনুষ্ঠিত হলো। এর আগে গত শুক্রবার জুমা নামাযের জন্য দেড় লাখ ফিলিস্তিনি মুসল্লি আল-আকসা মসজিদে সমবেত হয়ছিলেন।

পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার হিসেবে আগামীকাল আন্তর্জাতিক কুদস দিবস পালিত হবে। ইরানের ইসলামি বিপ্লবে মহান নেতা ইমাম খোমেনী রমজান মাসের শেষ শুক্রবারকে আন্তর্জাতিক কুদস দিবস ঘোষণা করেন। সেই থেকে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে।#

Related

Add Comments