স্পেনকে টাইব্রেকারে হারিয়ে ফিলিস্তিনি পতাকা নিয়ে মরক্কোর উদযাপন

Bangla Radio 11 views
কাতার বিশ্বকাপের নক আউট পর্বে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়ে ফিলিস্তিনের পতাকা নিয়ে বিজয় উদযাপন করেছেন মরক্কোর খেলোয়াড়রা।

গতকাল (মঙ্গলবার) নক আউট পর্বে স্পেনকে টাইব্রেকারে হারিয়ে দেয় মরক্কো। এতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে দলটি। ঐতিহাসিক বিজয়কে ফিলিস্তিনের নির্যাতিত-নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়ানোর উপলক্ষ হিসেবে বেছে নিয়েছেন মরক্কোর খেলোয়াড়রা।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, বিজয়ের পর মরক্কোর অনেক খেলোয়াড় তাদের জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনি পতাকা তুলে ধরে। তারা এমনকি ম্যাচের পর তোলা গ্রুপ ছবিতেও ফিলিস্তিনি পতাকা দোলায়।

মরক্কোর স্ট্রাইকার আবদুল রাজ্জাক হামদাল্লাহ ফিলিস্তিনি পতাকা বহন করেন, স্টেডিয়ামে ফ্যানদের সামনে তা প্রদর্শন করেন।

চলতি বিশ্বকাপে মরক্কোর এমন কাজ এই প্রথম নয়। এর আগে গ্রুপ পর্বে কানাডার বিপক্ষে জয় পাওয়ার পর ফিলিস্তিনের পতাকা উড়িয়ে উদযাপন করে মরক্কো।

এদিকে, মরক্কোর এই ঐতিহাসিক জয়ে গাজা, পশ্চিমতীরসহ গোটা ফিলিস্তিনে আনন্দের বন্যা বয়ে গেছে। #

Related

Add Comments