ইরান সফর করছেন তাজিক প্রেসিডেন্ট; সম্পর্ক জোরদারে খুশি রায়িসি

Bangla Radio 12 views
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তাজিকিস্তানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন চার গুণ বেড়েছে যা দুই দেশের সম্পর্কে বড় ধরণের পরিবর্তনের প্রমাণ। আজ (সোমবার) তেহরানে তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমাম আলী রাহমানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গতকাল ইরান সফরে এসেছেন তাজিকিস্তানের প্রেসিডেন্ট। আজ দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হয়।

ইব্রাহিম রায়িসি ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম বিদেশ সফরে তাজিকিস্তান যান। সে সময় দুই দেশের মধ্যে আটটি চুক্তি সই হয়।

ইরানের প্রেসিডেন্ট ঐ সফরের প্রসঙ্গ টেনে বলেন- তার তাজিকিস্তান সফরের পর দুই দেশের সম্পর্কে এত বেশি পরিবর্তন এসেছে যে, কেবল বাণিজ্যিক ক্ষেত্রেই লেনদেন চার গুণ বেড়েছে। অন্যান্য ক্ষেত্রেও ভালো পদক্ষেপ নেয়া হয়েছে।

আজ তেহরানে দুই দেশের মধ্যে আর্থ-বাণিজ্য, যান চলাচল, পুঁজি বিনিয়োগ, নতুন প্রযুক্তি, পরিবেশ, ক্রীড়া, জ্বালানি, শিক্ষা-গবেষণা ও পর্যটন খাতে ১৭টি সহযোগিতা স্মারক সই হয়েছে। সহযোগিতা স্মারক সইয়ের সময় দুই দেশের প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন।

আফগানিস্তান প্রসঙ্গে রায়িসি বলেন, এই দেশে সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে ইরানের পাশাপাশি তাজিকিস্তানও উদ্বিগ্ন। উভয় দেশই সেখানে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা চায়। আফগানিস্তানের সঙ্গে ইরান ও তাজিকিস্তানের সীমান্ত রয়েছে।

গত এক বছরে ইরান ও তাজিকিস্তানের মধ্যে সম্পর্ক আগের চেয়ে আরও ঘনিষ্ঠ হয়েছে। সম্প্রতি তাজিকিস্তানে ড্রোন নির্মাণ কারখানা উদ্বোধন করেছে ইরান। এই কারখানায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন 'আবাবিল টু' নির্মাণ করা হচ্ছে বলে জানা গেছে।#  

Add Comments