ইরান সফরে এলেন ইরাকি প্রধানমন্ত্রী; গুরুত্বপূর্ণ আলোচনা হবে

Bangla Radio 22 views
ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি আজ (রোববার) ইরান সফরে এসেছেন। তার সঙ্গে রয়েছেন কয়েকজন প্রভাবশালী মন্ত্রী ও কর্মকর্তা।

তেহরানের সা'দাবাদ প্রাসাদে ইরাকি প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। ইরাক হচ্ছে ইরানের ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ।

দুই দেশের মানুষের ধর্মীয় ও মাজহাবগত অভিন্নতা এই ঘনিষ্ঠতার একটা বড় কারণ। ইরাকের প্রধানমন্ত্রীর সফরে দুই দেশের মধ্যে নানা বিষয়ে মতবিনিময় হবে বলে ধারণা করা হচ্ছে।

বিভিন্ন সূত্র জানিয়েছে, এই সফরে দুই দেশের মধ্যে জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি, বাগদাদের মধ্যস্থতায় তেহরান ও রিয়াদ বৈঠক, সন্ত্রাসবিরোধী সংগ্রামে পারস্পরিক সহযোগিতা এবং ইমাম হোসেন (আ.)'র শাহাদাৎবার্ষিকীর অনুষ্ঠানে ইরানিদের অংশগ্রহণ বৃদ্ধিসহ নানা বিষয়ে আলোচনা হবে।

ইরাকি প্রধানমন্ত্রী মোস্তাফা কাজেমি ইরানে আসার আগে সৌদি আরব সফর করেছেন। গতরাতে জেদ্দায় দেশটির যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে তার কথা হয়। সৌদি আরব সফরে তিনি ওমরা হজ্বও পালন করেন।# 

Add Comments