রাশিয়া গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Bangla Radio 11 views
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান আজ (মঙ্গলবার) ভোরে রাশিয়া সফরে গেছেন। আঞ্চলিক পরিস্থিতি এবং ভিয়েনা সংলাপ নিয়ে রুশ কর্মকর্তাদের সঙ্গে তিনি আলোচনা করবেন বলে কথা রয়েছে।

রাশিয়া সফরে যাওয়ার আগে গতরাতে তিনি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা'র সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং রাজনৈতিক উপায়ে ইউক্রেন সংকট নিরসনে চেষ্টা চালানোর আশ্বাস দেন।

ভিয়েনায় নিযুক্ত রুশ প্রতিনিধির দপ্তর থেকে বলা হয়েছে, ইরানি পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকে ইরানবিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত ভিয়েনা সংলাপ ইস্যুটি বিশেষ গুরুত্ব পাবে বলে রুশ দপ্তর থেকে জানানো হয়েছে।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানবিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত আলোচনা থেমে থেমে চলছে। ইরান বলেছে, আমেরিকা তথা পাশ্চাত্যের সিদ্ধান্তের উপরই নির্ভর করছে ভিয়েনায় ভালো কোনো সমঝোতায় পৌঁছা সম্ভব হবে কিনা।#    

Add Comments