ইরানি আঙ্গুর রাশিয়াসহ বিভিন্নদেশে রপ্তানি হয়

Bangla Radio 46 views
উৎপাদনের মধ্য দিয়ে বিশ্বের শীর্ষ আঙ্গুর উৎপাদনকারী দেশের তালিকায় ৮ম স্থান অধিকার করেছে ইরান। আর ইরানের এ আঙ্গুর রাশিয়াসহ বিশ্বের বহু দেশে এখন রপ্তানি হয়।

ইরানের বহু এলাকার কৃষকরা আঙ্গুর চাষ করে স্বনির্ভর হয়েছে। এখন চলছে আঙ্গুর উত্তোলনের সময়। গত বছর ১৫০০০টন শুধুমাত্র মাশহাদের খালিলাবাদ এলাকার আঙ্গুর রাশিয়ায় রপ্তানি হয়েছে। খালিলাবাদ এলাকায় এবার ২২০০০ হেক্টর জমিতে আঙ্গুরের চাষ করা হয়েছে বলে জানিয়েছেন, খলিলাবাদের কৃষি কর্মকর্তা। ইরানের কুর্দিস্তান, কাজভিন, উত্তর খোরাসান, পূর্ব ও পশ্চিম আজারবাইজানে আঙ্গুর চাষ বেশি হয়ে থাকে। #

Add Comments