রাশিয়ায় সামরিক কুচকাওয়াজ; রুশ ভীতি ছড়ানোর পরিণতির বিষয়ে পুতিনের হুঁশিয়ারি

Bangla Radio 34 views
রাশিয়ার রাজধানী মস্কোর রেড স্কোয়ারে আজ (রোববার) বড় ধরণের সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয়ের বার্ষিকী উপলক্ষে এই কুচকাওয়াজের আয়োজন করে রাশিয়া।

কুচকাওয়াজ উপলক্ষে রেড স্কোয়ারে দেওয়া এক ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ সব সময় আন্তর্জাতিক আইন মেনে চলেছে। এর পাশাপাশি দেশ ও জাতির স্বার্থ রক্ষা করেছে। তিনি বলেন, রুশ জনগণ যাতে অনিরাপদবোধ না করে সে বিষয়ে সোচ্চার রয়েছে তার সরকার।

এ সময় তিনি রাশিয়া সম্পর্কে ভীতি ছড়িয়ে দেওয়ার পরিণতির বিষয়েও হুঁশিয়ারি উচ্চারণ করেন। ইউরোপ ও আমেরিকার যখন রাশিয়ার উত্তেজনা বাড়ছে তখন এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হলো।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির হিটলার বাহিনীকে পরাজিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাবেক সোভিয়েত ইউনিয়ন। প্রতি বছর ৯ মে নাৎসি বাহিনীর বিরুদ্ধে বিজয়ের বার্ষিকী উপলক্ষে রাশিয়ায় সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

অবশ্য গত বছর করোনার কারণে তারিখ পিছিয়ে দেওয়া হয়েছিল। এ বছরও করোনা মহামারি রয়েছে, তবে তারিখ পেছানোর প্রয়োজন মনে করেনি মস্কো।

কুচকাওয়াজে ১২ হাজারের বেশি রুশ সামরিক সদস্য অংশ নিয়েছে। এছাড়া ৭৬টি বিমান ও হেলিকপ্টার আকাশে মহড়া দিয়েছে। কুচকাওয়াজ চলাকালে আকাশে রঙিন ধোঁয়া উড়িয়ে রাশিয়ার পতাকা আঁকেন শুখোই-২৫ জঙ্গিবিমানের পাইলটেরা।#

Add Comments