রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলের কেন্দ্রস্থলের কাছাকাছি পৌঁছে গেছে বলে জানিয়েছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, সংঘর্ষ কবলিত মারিউপোলের সিটি সেন্টারের খুব কাছে পৌঁছে গেছে রাশিয়ার সৈন্যরা।
                            
                            
                                আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর পাঠানো সমরাস্ত্রের অনেক চালান মারিউপোল বন্দর দিয়ে ইউক্রেনে প্রবেশ করে। এ কারণে এই বন্দরনগরী রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে ইউক্রেন। চলতি মার্চ মাসের মাঝামাঝি সময়ে রাশিয়া মারিউপোলে সংঘর্ষরত ইউক্রেনের সেনাদের আত্মসমর্পন করার আহ্বান জানিয়ে বলেছিল, অস্ত্রসমর্পন করতে শহরটির বেসামরিক নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার সুযোগ দেয়া হবে। কিন্তু ইউক্রেন ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল।#