ইউক্রেনকে আরো ৮০ কোটি ডলারের অস্ত্র দেবে আমেরিকা

Bangla Radio 12 views
ইউক্রেনের জন্য আরও ৮০ কোটি ডলারের সামরিক সহায়তা প্যাকেজের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। চলমান সামরিক অভিযান ঠেকানোর জন্য রাশিয়ার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনকে এই বিপুল অর্থের অস্ত্র ও সামরিক সরঞ্জাম দেয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।

ঘোষিত এই নতুন প্যাকেজে আর্টিলারি সিস্টেম, সামরিক বাহিনীর সদস্য বহন করার যানবাহন ও হেলিকপ্টার থাকবে। গতকাল (বুধবার) এক বিবৃতিতে একথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এর আগে টেলিফোনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলাপ করেন মার্কিন প্রেসিডেন্ট। সে সময় বাইডেন বলেন, “নতুন এই সহায়তা প্যাকেজে আরও বেশি কার্যকর ও ভারী অস্ত্র থাকবে। এরই মধ্যে যার কিছু আমরা পৌঁছে দিয়েছি।” এসময় তিনি আরো বলেন, “আমেরিকা ও তার মিত্রদের দেয়া এইসব অস্ত্র রাশিয়ার বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনকে সহায়তা করবে।”

বাইডেন সরকার ক্ষমতায় আসার পর আমেরিকা এ পর্যন্ত ইউক্রেনকে ২৪০ কোটি ডলারের অস্ত্র দিয়েছে। এর মধ্যে গত অক্টোবর থেকে এ পর্যন্ত ছয় দফা অস্ত্র সরবরাহ করেছে পেন্টাগন। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সেনাদেরকে সামরিক সহায়তার নামে আমেরিকা একের পর এক অস্ত্র ব্যবসা চালিয়ে যাচ্ছে। দৃশ্যত মনে হচ্ছে, মার্কিন সরকার ইউক্রেন যুদ্ধকে অস্ত্র বিক্রির সুযোগ হিসেবে গ্রহণ করেছে।#

Add Comments