মারিওপলে ইউক্রেনের কত সেনা আত্মসমর্পণ করল?

Bangla Radio 10 views
ইউক্রেনের আজভস্ট্যাল ইস্পাত কারখানায় আটকে পড়া সেনাদের মধ্যে এ পর্যন্ত ৯৫৯ জন রাশিয়ার সামরিক বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (বুধবার) সকালে এ খবর দিয়েছে।

ইউক্রেন আশা করছে এসব সেনাকে রাশিয়ার বন্দী সেনাদের সঙ্গে বিনিময় করবে তবে ধারণা করা হচ্ছে রাশিয়া ইউক্রেনের সেনাদের অনেককেই বিচারে আওতায় আনতে পারে। ইস্পাত কারখানায় আরো সেনা রয়েছে বলে মনে করা হচ্ছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জনরেল ইগোর কোনাশেঙ্কভ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় আত্মসমর্পণ করা সেনার সংখ্যা বেড়েছে ৬৯৪ জন। এর মধ্যে ৮০ জন আহত সেনা যার ৫১ জন দোনেস্ক অঞ্চলের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।   

মারিওপলের অ্যাজভস্টাল ইস্পাত কারখানা ছিল ইউক্রেনের সেনাদের সর্বশেষ শক্ত ঘাঁটি। সেখানে বহু বেসামরিক নাগরিক আশ্রয় নেয়ায় যুদ্ধের এক পর্যায়ে রাশিয়া ইস্পাত কারখানার ওপর হামলা কমিয়ে বরং অবরুদ্ধ করে রাখে। শেষ পর্যন্ত টিকতে না পেরে সোমবার ইউক্রেন সরকার এসব সেনাকে আত্মসমর্পণ করার নির্দেশ দেন। তবে ইউক্রেনের সরকার দাবি করছে এটি আত্মসমর্পণ নয় বরং ইস্পাত কারখানা খালি করা হয়েছে।#

Add Comments