পদ্মা সেতু উদ্বোধনে বিমান বাহিনীর ফ্লাইং ডিসপ্লে

Bangla Radio 7 views
পদ্মা সেতু উদ্বোধনে বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইং ডিসপ্লে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পদ্মা সেতুর ফলে ২১ জেলার মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। জনতার শক্তি ছিল আমার শক্তি। আপনাদের শক্তি নিয়ে আমরা পদ্মা সেতু নির্মাণ করেছি।

পদ্মা সেতুর মাওয়া পয়েন্টে উদ্বোধনী ফলক উন্মোচনের পর আজ (শনিবার) দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়িতে আওয়ামী লীগের জনসভায় তিনি এসব কথা বলেন।  মাওয়া প্রান্তে উদ্বোধনের পর পদ্মা সেতু পাড়ি দিয়ে জাজিরা প্রান্তে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি দুপুর সাড়ে ১২টার পদ্মা সেতুর ফলক ও মুর‌্যাল উন্মোচন করেন। এরপর জাজিরা প্রান্তে কাঁঠালবাড়ীর জনসভাস্থলে পৌঁছান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পদ্মা সেতু অতিক্রম করেন তখন বিমান বাহিনীর ছয়টি হেলিকপ্টার তাঁকে অভিবাদন জানায়। এরপর ওই হেলিকপ্টারগুলো কাঁঠালবাড়ী ঘাটে জনসভা মঞ্চের ওপর দিয়ে চক্কর দেয়।#

Add Comments