ইউক্রেনের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বেলারুশ

Bangla Radio 9 views
ইউক্রেনের এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বেলারুশের সামরিক বাহিনী। গতকাল (বৃহস্পতিবার) ইউক্রেনের সামরিক বাহিনী ওই ক্ষেপণাস্ত্রটি ছোঁড়ে।

বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন সীমান্তবর্তী ব্রেস্ট অঞ্চলের গোরবাখা গ্রামের একটি কৃষিক্ষেতে ক্ষেপণাস্ত্রের টুকরোগুলো পড়ে। এতে অবশ্য কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পর বিষয়টি প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেংকোকে জানানো হয়েছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, ক্ষেতের ওপর ক্ষেপণাস্ত্রের কয়েকটি টুকরা পড়ে রয়েছে।

যখন বেলারুশের কর্মকর্তারা সীমান্তে সেনা সমাবেশ ও তাদেরকে ফায়ারিং পজিশনে মোতায়েন করার জন্য অভিযুক্ত করছেন তখন এই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার ঘটনাটি ঘটল। সীমান্ত পরিস্থিতিকে উত্তেজনাপূর্ণ উল্লেখ করে বেলারুশের কয়েকটি সীমান্ত এলাকায় লোকজনের চলাফেরা সীমিত করেছে মিনস্ক সরকার।#

Related

Add Comments