দামেস্কে হযরত যেইনাব (সা. আ)-এর মাজার জিয়ারত করলেন ইরানের প্রেসিডেন্ট

Bangla Radio 26 views
সিরিয়া সফররত ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি দামেস্কে মহানবী (সা.)-এর নাতনী হজরত যেইনাব সালামুল্লাহি আলাইহার মাজার জিয়ারত করেছেন। মাজার প্রাঙ্গণে পৌঁছার পর নারী-শিশুসহ অসংখ্য মানুষ তাঁকে স্বাগত জানান।

পরে প্রাঙ্গণে সমবেত জনতা ও কর্মকর্তাদের উদ্দেশে তিনি ভাষণ দেন। ভাষণের আগে তাঁকে উদ্দেশ করে সমবেত কণ্ঠে সঙ্গীত পরিবেশন করেন একদল কণ্ঠশিল্পী। মাজার জিয়ারত শেষে ইরানের প্রেসিডেন্ট সেখানে নামায আদায় করেন।

Add Comments