ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে আজ (সোমবার) ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনী (রহ.)'র মাজার জিয়ারত করেছেন।
ইসলামী বিপ্লব বার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট ও মন্ত্রীরা বিপ্লবের প্রতিষ্ঠাতার মাজার জিয়ারতে যান। সেখানে তারা আবারও ইমাম খোমেনীর নীতি-আদর্শের প্রতি অটল থাকার শপথ নেন।
মাজারে উপস্থিত হয়ে প্রেসিডেন্ট ও মন্ত্রীরা কুরআন থেকে তেলাওয়াত করেন এবং দোয়া করেন। ইমাম খোমেনী (রহ.)'র জীবন ও অবদান নিয়েও আলোচনা করা হয়।
এ সময় সেখানে ইমাম খোমেনী (রহ.)'র নাতী ও মাজারের প্রধান তত্ত্বাবধায়ক হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ হাসান খোমেনি উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী, ইমাম খোমেনী (রহ.)'র মাজার জিয়ারত করেন। সেখানে তিনি কুরআন তেলাওয়াত ও মোনাজাত করেন।
১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি ইরানে ইসলামি বিপ্লব চূড়ান্ত বিজয় লাভ করে। এখন এ উপলক্ষে ইরানে দশ দিনব্যাপী নানা অনুষ্ঠান পালন করা হচ্ছে।
তবে করোনাভাইরাস মহামারির কারণে বিভিন্ন অনুষ্ঠানে জনসমাগম সীমিত রাখতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।
১৯৭৯ সালের বিপ্লবের মধ্যদিয়ে ইরানের মাটি থেকে চিরতরে মুছে যায় আড়াই হাজার বছরের রাজতান্ত্রিক শাসনব্যবস্থা। উৎখাত হয় আমেরিকার পদলেহী রেজা শাহ সরকার।#