কাতার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে ৪-২ গোলে হেরে গেছে ফ্রান্স। এরপরই রাজধানী প্যারিসের সড়কে বিক্ষোভে নামেন দেশটির ফুটবল সমর্থকরা। বিক্ষোভের একপর্যায়ে সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এসময় কয়েক ডজনজন ব্যক্তিকে আটক করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, উত্তেজিত ফুটবল ভক্তদের সামলাতে পুলিশ লাঠিচার্জ করেছে। এ ঘটনার বেশকিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিক্ষোভের আশঙ্কায় খেলা শুরুর আগেই ১৪ হাজার পুলিশ মোতায়েন করার কথা জানিয়েছিল ফ্রান্স সরকার। ফাইনাল ম্যাচ দেখার জন্য প্যারিসে বা অন্য কোনো শহরে বড় পর্দা বসানোর অনুমতিও দেওয়া হয়নি।
খেলার শেষ হওয়ার পর শহরে সহিংসতা শুরু হলে দাঙ্গা পুলিশ ফুটবল ভক্তদের ওপর টিয়ার গ্যাস ছুড়েছে। বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, গায়ে ফ্রান্সের পতাকা জড়িয়ে সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ঢিল, বোতল ও আতশবাজি ছুঁড়েছে। তার পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করছে। এ সময় সংঘর্ষে জড়িত কয়েক ডজন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে ২৩ ও ৩৬ মিনিটে মেসি ও ডি মারিয়ার গোলে ৭৯ মিনিট পর্যন্ত (২-০) গোলে এগিয়ে থেকে জয়ের অপেক্ষায় ছিল আর্জেন্টাইনরা। এরপর মাত্র দুই মিনিটে ২ গোল করে ফ্রান্সকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ২-২ ব্যবধানে ড্র হওয়ার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ে প্রথমে গোল করে (১০৮ মিনিটে) আর্জেন্টিনাকে ফের এগিয়ে নেন লিওনেল মেসি। এরপর মাত্র ১০ মিনিটের ব্যবধানে (১১৮ মিনিটে) পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক করার মধ্য দিয়ে ফ্রান্সকে ফের সমতায় (৩-৩) ফেরান এমবাপ্পে। ১২০ মিনিটের খেলা ৩-৩ ড্র হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে জিতে তৃতীয় শিরোপা নিশ্চিত করে লিওনেল মেসির আর্জেন্টিনা। এরপরই ফ্রান্সে দাঙ্গা ছড়িয়ে পড়ে। #