দুই ওস্তাদের সঙ্গে ইরানের কিশোর ক্বারির মনজুড়ানো তেলাওয়াত

Bangla Radio 14 views
পবিত্র মাহে রমজান উপলক্ষে ইরানের তিন নম্বর টেলিভিশন চ্যানেলের 'মাহফিল' অনুষ্ঠানে মহাগ্রন্থ আল কুরআনের সূরা শামসের ৯ থেকে ১৩ আয়াত সম্মিলিতভাবে তেলাওয়াত করেছেন ইরানের কিশোর ক্বারি আমির হোসেন বাকেরি। এসময় কণ্ঠ মেলান তার দুই উস্তাদ হাসনাইন আল-হাল্লু ও হামেদ শকেরনেজাদ।

হামেদ শকেরনেজাদ এই আয়াতগুলো কয়েক বছর আগে যেভাবে তেলাওয়াত করেছিলেন আমির হোসেন বাকেরি সেভাবেই তেলাওয়াত করেন। তার হৃদয়গ্রাহী তেলাওয়াতে মুগ্ধ হন বিচারক এবং দর্শকরা।

Add Comments