জার্মানিতে ইরানি শিশু ক্বারি মাহমুদ রেজা হাতামির হৃদয়গ্রাহী তেলাওয়াত

Bangla Radio 22 views
জার্মানির হামবুর্গ শহরে দারুল কুরআন সেন্টার আয়োজিত কেরাত প্রতিযোগিতায় ইরানের রাজধানী তেহরানের শিশু ক্বারি মাহমুদ রেজা হাতামি অংশ নিয়ে বিচারক ও দর্শকদের বিশেষ নজর কাড়েন। তার মনোমুগ্ধকর তেলাওয়াতের প্রশংসা করেন বিচারক।

কুরআন টিভি চ্যানেল আয়োজিত ইসরা নামের ওই প্রতিযোগিতায় মাহমুদ রেজা হাতামি তেলাওয়াত করেন মিশরের বিখ্যাত ক্বারি আবদুল বাসিত আবদুস সামাদের অনুকরণে। #

Add Comments